উল্লেখ্য যে, এ বছর ৩৮ তম বিসিএস পরীক্ষায় পটুয়াখালী জেলা থেকে ২০ জন প্রার্থী প্রিলিমিনারী, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতোমধ্যে তাদের ভিআর প্রক্রিয়া সুসম্পন্ন হয়েছে। চাকুরীরত থাকায় তাদের মধ্যে অনেকেই বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান করছেন বিধায় করোনা প্রাদুর্ভাবের মধ্যে তাদেরকে ইচ্ছা থাকা সত্ত্বেও অদ্য উপস্থিত হবার জন্য আহ্বান জানানো হয়নি বটে তবে প্রত্যেককেই ভিআর প্রক্রিয়া সম্পর্কে পূর্বের বছরের ন্যয় একজন প্রথম শ্রেণীর পুলিশ অফিসার কর্তৃক ফোনালাপের মাধ্যমে মতামত জানতে চাওয়া হয়। তারা সকলেই পুলিশের এ কার্যক্রমে আবেগে আপ্লুত হন এবং জানান যে, ভিআর সম্পন্নের সময় পটুয়াখালী জেলার প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণ মিষ্টি মুখ করিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পুলিশের এ ধরণের ব্যবহার, আচরণ ও ইতিবাচক কার্যক্রম তাদের মধ্যে চিরজাগরুক থাকবে মর্মেও প্রত্যয় ব্যক্ত করেন।
অতঃপর উপস্থিত সকলের মতামত জানতে চাওয়া হলে তারাও সাংবাদিকগণে সন্মূক্ষে অনুরূপ মন্তব্য করেন। মতামত ব্যক্তকালে সকলেই বলেন যে, অফিসার ইনচার্জগণ নিজে ফুল ও মিষ্টি নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।