প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২০, ২০২০, ৩:০৫ পি.এম
পটুয়াখালীতে উত্তীর্ন বিসিএস পরীক্ষার্থীগণের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন
পটুয়াখালী প্রতিনিধিঃ
বিগত দুই বছরের ন্যয় আজ বিকাল ৪ ঘটিকায় পুলিশ সুপার, পটুয়াখালী এর সম্মেলনকক্ষে ৩৮ তম বিসিএস এর প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ন প্রার্থীগণকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পুলিশ ভেরিফিকেশন সম্পর্কে তাদের অভিমত জানতে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেলসহ সম্মানিত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এ বছর ৩৮ তম বিসিএস পরীক্ষায় পটুয়াখালী জেলা থেকে ২০ জন প্রার্থী প্রিলিমিনারী, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ইতোমধ্যে তাদের ভিআর প্রক্রিয়া সুসম্পন্ন হয়েছে। চাকুরীরত থাকায় তাদের মধ্যে অনেকেই বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় অবস্থান করছেন বিধায় করোনা প্রাদুর্ভাবের মধ্যে তাদেরকে ইচ্ছা থাকা সত্ত্বেও অদ্য উপস্থিত হবার জন্য আহ্বান জানানো হয়নি বটে তবে প্রত্যেককেই ভিআর প্রক্রিয়া সম্পর্কে পূর্বের বছরের ন্যয় একজন প্রথম শ্রেণীর পুলিশ অফিসার কর্তৃক ফোনালাপের মাধ্যমে মতামত জানতে চাওয়া হয়। তারা সকলেই পুলিশের এ কার্যক্রমে আবেগে আপ্লুত হন এবং জানান যে, ভিআর সম্পন্নের সময় পটুয়াখালী জেলার প্রত্যেক থানার অফিসার ইনচার্জগণ মিষ্টি মুখ করিয়ে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। পুলিশের এ ধরণের ব্যবহার, আচরণ ও ইতিবাচক কার্যক্রম তাদের মধ্যে চিরজাগরুক থাকবে মর্মেও প্রত্যয় ব্যক্ত করেন।
অতঃপর উপস্থিত সকলের মতামত জানতে চাওয়া হলে তারাও সাংবাদিকগণে সন্মূক্ষে অনুরূপ মন্তব্য করেন। মতামত ব্যক্তকালে সকলেই বলেন যে, অফিসার ইনচার্জগণ নিজে ফুল ও মিষ্টি নিয়ে তাদের বাড়িতে উপস্থিত হয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।
অবশেষে উপস্থিত সকলকে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনসহ মিষ্টি মুখ করান এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.