বিশেষ প্রতিবেদক :
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর বার্ষিক সাধারণ সভা-২০২১ গতকাল (১৪ সেপ্টেম্বর) রাজধানীর রমনায় পুলিশ অফিসার্স কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় পুনাক সভানেত্রী জীশান মীর্জা সভানেত্রীত্ব করেন।
সভানেত্রী তাঁর বক্তব্যে ভবিষ্যতে পুনাকের কার্যক্রম আরও গতিশীল করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
সভায় পুনাকের গঠনতন্ত্র সংশোধন, বর্তমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বর্তমানে পুনাকের কার্যক্রম বৃদ্ধি ও কর্মপরিধি ব্যাপক ব্যাপক বৃদ্ধি পাওয়ায় সর্বসম্মতিক্রমে দশটি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
সভায় পুনাক সদস্যাগণ ছাড়াও পুনাকের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিআইডির অতিরিক্ত আইজি ব্যারিস্টার মাহবুবুর রহমান, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি এম খুরশীদ হোসেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম অংশগ্রহণ করেন। এছাড়া, পুনাকের লিঁয়াজো অফিসার স্পেশাল ব্রাঞ্চের আ্যাডিশনাল ডিআইজি রখফার সুলতানা খানম সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত দিনে অনুষ্ঠিত পুনাকের বার্ষিক সাধারণ সভার মধ্যে এবারের সভায় ১২৭ জন সদস্যার মধ্যে সর্বাধিক ১০২ জন উপস্থিত ছিলেন। পুনাকের সদস্যাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে সাধারণ সভা এক মিলন মেলায় পরিণত হয়।