পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীর দুমকীতে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্তরে ৬০জন সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ ও উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জসিম উদ্দিন আকন্দ। সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ঠ ভাবে ত্রান সমগ্রী বিতরণ করেন। ত্রাণ সমগ্রী মধ্যে রয়েছে চাল,ডাল,পিয়াজ,আলু,সাবান, মাস্ক সহ নানা ধরনের সামগ্রী। এাণ প্রদান কালে নির্বাহী কর্মকর্তা আনসার ও ভিডিপি সদস্যদের নানা সেবামূলক কাজের কথা বলেন এবং ভবিষ্যতেও যেন তারা সকল কাজে সহায়তা করে এই প্রত্যাশা ব্যক্ত করেন।