পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী জেলা পরিষদ উদ্যোগে জেলার ৮ টি উপজেলার ৪১৫ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ২০ লক্ষ ৭৫ হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠিত।
আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ১০টায় জেলা পরিষদ মিলনায়তনে প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলমা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যাদয়, কলেজ ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৪১৫ জন ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষাবৃত্তি চেক ও সনদ তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান খলিলিলুর রহমান মোহন। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কে.এম শহিদুল ইসলাম, একই কলেজের সাবেক অধ্যক্ষ মো. নুরুল ইসলাম। শিক্ষাবৃত্তি প্রাপ্তদের মধ্যে সদর উপজেলায় ১৫৮ জন, দুমকী উপজেলায় ৬৬ জন, দশমিনা উপজেলায় ০৬ জন, মির্জাগঞ্জ উপজেলায় ২২ জন, কলাপাড়া উপজেলায় ৩৫ জন, বাউফলে ৬৩ জন, গলাচিপায় ৪২ জন এবং রাঙ্গাবালী উপজেলায় ২৩ জন শিক্ষার্থী। শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের প্রথমদিনে সদর উপজেলার ১৫৮ জনদরিদ্র মেধাবী শিক্ষার্থীকে প্রত্যেককে পাঁচ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়েছে বলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শহ মো. রফিকুল ইসলাম জানান। বাকি উপজেলা সমূহের শিক্ষার্থীদেরকে ২৩ ও ২৪ জুন বুধ ও বৃহষ্পতিবার শিক্ষাবৃত্তি দেয়া হবে বলে সংশ্লিস্ট সূত্র জানায় ।