পটুয়াখালী প্রতিনিধিঃ
কোভিড- ১৯ সংক্রমন প্রতিরোধে গণসচেতনতা সৃস্টির লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় লিফলেট বিতরন ও কোভিড- ১৯ সংক্রামন বিষয়ক নাটিকা ও ফোকগান প্রদর্শন কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে আজ ১৮ জুন শুক্রবার পটুয়াখালী শহরের ব্রীজের নীচে, চৌরাস্তার মোড় ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কার্যালয়ে লিফলেট বিতরন ও বড় এলইডি এর মাধ্যমে নাটিকা ও ফোকগান প্রদর্শন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ ফারজানা, এ্যাওয়ারনেস অব কোভিড-১৯ এর সুপারভাইজার মো. লিয়াকত আলী, সহকারী মোঃ নাঈম প্রমুখ। শনিবার বরগুনা জেলা শহরে অনুরূপ কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে লিফলেট বিতরন ও নাটিকা প্রদর্শন করা হবে বলে সুপারভাইজার মোঃ লিয়াকত আলী জানান।