পটুয়াখালী প্রতিনিধিঃ
নারী ধর্ষন ও নারী নির্যাতনের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শত শত সাংস্কৃতিক কর্মী ও সমর্থকদের মানববন্ধন অনুষ্ঠিত।
আজ ১০ অক্টোবর সনিবার সকাল সাড়ে ১০ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব প্রেসক্লাবের সাবেক সভাপতি স্বপন ব্যানার্জী এর সভাপতিত্বে ও মুজাহিদুল ইসলাম প্রিন্স এর উপস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা জাসদের সাধারন সম্পাদক শ. ম. দেলোয়ার হোসেন দিলিপ, সাবেক অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা গাজী হাফিজুর রহমান সবির, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুফতী সালাহ উদ্দিনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শত শত সদস্য অংশগ্রহন করেন।