মো: নূরুল আলম চৌদ্দগ্রাম পাশাকোট থেকে :
কুমিল্লার চৌদ্দগামস্থ পাশাকোট দারুচ্ছুন্নাত জামিয়া দীনিয়া মাদ্রাসায় ছারছীনার মরহুম পীর ছাহেব কেবলার ৩০ তম ইন্তেকাল বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল সকাল ১১ টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত, হামদ-না‘ত, মর্ছিয়া দিয়ে শুরু হয়। এছাড়াও মরহুম হুজুরের জীবন শীর্ষক কুইজ প্রতিযোগীতা এবং বিভিন্ন বিষয়ের উপর বিষয়ভিত্তিক আলোচনা করা হয়।
মাদ্রাসার সহকারি শিক্ষক মো: নূরুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে ছারছীনা দরবারের অবদান সম্পর্কে আলোচনা করেন- মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাউছার আলম সিদ্দিকী, নেছার উদ্দিন আহমদ (রহ.) জীবনী অবদান ও কারামত সম্পর্কে আলোচনা করেন মাওলানা আঃ আজিজুল ইসলাম, শাহ্ সূফী আবু জাফর মোহাম্মদ সালেহ (রহ.) জীবনী অবদান ও কারামত বিষেয়ে আলোচনা করেন মাওলানা মোশাররফ হোসেন, বাংলাদেশে পীর আউলিয়াদের দীন প্রচার বিষেয়ে আলোচনা করেন মাওলানা মাছুম বিল্লাহ।
পরিশেষে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কাউছার আলম সিদ্দিকী মিলাদ ও দোয়া-মুনাজাত পরিচালনা করেন।