মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পশ্চিম নওপাড়া মৌলভী বাড়ি প্রাঙ্গনে মৌলভী কোরবান আলী (রহঃ) এর ৫০ তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
গত ১০ ফেব্রুয়ারী রোজ সোমবার বাদ আছর থেকে মাহফিল শরু হয়। বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ইউনাইটেড ঢাকার সভাপতি ও সাবেক জেলা ও দায়রা জজ মৌলভী ইসমাইল মিয়ার সভাপতিত্বে ও মোঃ গোফরান আলীর পরিচালনায় মাহফিলে নসীহত প্রদান করেন জৈনপুর দরবার (ভারত) থেকে আগত আলহাজ্ব হযরত মা্ওলানা আফজাল আহমেদ আল কোরায়শী।
মাহফিলে অন্যান্যের মধ্যে আলোচনা করেন- বঙ্গভবন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ সাইফুল কাবির, খাজা মাঈনুদ্দিন চিশতী (রহঃ) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ বায়েজিদ হোসাইন সালেহ, পখীরার মাওঃ শরীফ মুহাঃ ইকরাম নূর, মাওলানা মোঃ নেয়ামাতুল্লাহ ফারুকী প্রমূখ।
পরিশেষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ইউনাইটেড ঢাকার সভাপতি ও সাবেক জেলা ও দায়রা জজ মৌলভী ইসমাইল মিয়া মিলাদ, ক্বিয়াম শেষে আখেরী মুনাজাত পরিচালনা করেন।