নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি :
ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে ঝালকাঠির নলছিটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের পর নলছিটি শহরের ধর্মপ্রাণ মুসল্লিরা আলেম-ওলামাদের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিলটি নলছিটি শহরের মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে শত শত মানুষ অংশ নেন এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।
বিক্ষোভকারীরা ‘ইসরাইলের আগ্রাসন বন্ধ করো’, ‘ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করো’, ‘ইসরাইলি পণ্য বয়কট করো’এমন নানা স্লোগান দিতে থাকেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে স্থানীয় আলেম-ওলামারা বক্তব্য দেন। বক্তারা ইসরাইলি বাহিনীর বর্বর হামলার নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনে শিশু, নারী, বৃদ্ধ নির্বিশেষে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, যা মানবতাবিরোধী অপরাধ। বিশ্ববাসীকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
এসময় বক্তারা ইসরাইলি পণ্য বয়কটের আহ্বান জানান এবং বিশ্ব নেতাদের প্রতি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সমাবেশে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সংহতি প্রকাশ করেন।বিক্ষোভ মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।