নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান তিমিরকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ৫৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারি (বুধবার) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব খন্দকার অহিদুল ইসলাম বাদল।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ব প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ন্যাচার সোর্স এনার্জি-এর ব্যবস্থাপনা পরিচালক, শিক্ষানুরাগী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম ইমাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মো. আবু সেলিম খান, বীর মুক্তিযোদ্ধা এটিএম জিন্নাত আলী শরীফ। এছাড়া আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট ব্যবসায়ী আ. সালাম হাওলাদার ও মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. ফেরদৌস হাওলাদার ও মো. রাজিব হোসেন এবং তত্ত্বাবধানে ছিলেন অভিভাবক সদস্য মো. রনি কবির।
আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল কৃষ্ণ রায় চৌধুরী, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিঃ সাইফুল ইসলাম ইমাম বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী দিনেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি প্রভাষক মোঃ শফিকুর রহমান খান। শিক্ষার্থী ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন। বিদ্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে এমন আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।