টুঙ্গিপাড়া থেকে এইচ এম মিরাজ মাহমুদ :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়াস্থ গিমাডাঙ্গা নেছারীয়া ফাজিল মাদ্রাসা ও মাওলানা মোতাহার উদ্দীন (রহঃ) দীনিয়া মাদ্রাসার উদ্দ্যোগে বার্ষিক ওয়াজ ও ঈছালে ছাওয়াব মাহফিল অনুািষ্ঠত হয়েছে।
গতকাল বাদ আছর থেকে শুরু হওয়া উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.)।
মাহফিলে বাদ মাগরীব জিকিরের তা’লীম পরিচালনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ (মা.জি.আ.)।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামীম, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা বোরহান উদ্দিন ছালেহী, মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ। পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা গুরুত্বপূর্ণ নসীহত ও আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।