স্টাফ রিপোর্টার :
‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’ প্রতিপাদ্যে আয়োজিত পুলিশ সপ্তাহ – ২০২৩ শেষ হলো আজ।
প্রধান বিচারপতিসহ সুপ্রীম কোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণের সাথে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সম্মেলনের মধ্য দিয়ে সমাপ্ত হলো এবারের পুলিশ সপ্তাহ।
গতকাল রবিবার (৮ জানুয়ারি ২০২৩ খ্রি.) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিবৃন্দের সাথে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পুলিশ সপ্তাহের ৬ষ্ঠ ও শেষ দিনে বিভিন্ন মন্ত্রনালয়ের মন্ত্রীবর্গ, মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিবৃন্দের সাথে সম্মেলনের মধ্য দিয়ে শেষ হয় পুলিশ সপ্তাহ – ২০২৩।
উল্লেখ্য যে, ৩-৮ জানুয়ারি ২০২৩ খ্রি. ৬ দিনব্যাপী নানান অনুষ্ঠানে আয়োজিত হয় এবারের পুলিশ সপ্তাহ। রাজারবাগ পুলিশ লাইন্সে মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণে বার্ষিক পুলিশ প্যারেড এর মাধ্যমে ৩ জানুয়ারি ২০২৩ খ্রি. পুলিশ সপ্তাহ শুরু হয়।