পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকী উপজেলার পীরতলা বাজার এলাকায় মানবতার যাত্রার উদ্যোগে ও মানবিক পৃথিবী ফাউন্ডেশন পটুয়াখালীর সার্বিক ব্যবস্থাপনায় গতকাল গরিব অসহায় মাদ্রাসার এতিম ছাত্র ছাত্রী ও খেটে খাওয়া হতদরিদ্র বয়স্ক মা-বাবাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীত উপকরণ হিসেবে কম্বল উপহার পেয়ে সকলেই খুব উচ্ছসিত ও আনন্দিত। সমাজের বিত্তশালী দানশীল ব্যক্তিবর্গদের মানবিক এই মহান খেদমতে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন অত্র ফাউন্ডেশনের সদস্যরা।
পটুয়াখালী জেলার টিম লিডার খন্দকার মুহাম্মদ ত্বহা বলেন- দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। অনেক জায়গায় বৃষ্টির ফোটার মত কুয়াশা পড়ছে।চারদেয়ালের মধ্যে থেকেও শীত যেন মানছে না। তবে ভাসমান, ভাঙ্গা ঘরে বসবাসরত মানুষদের আহাজারি কি আমরা অনুভব করতে পারছি? এর সাথে সাথে জেলার বিভিন্ন এলাকায় প্রচন্ড কনকনে ঠান্ডার কারনে সর্দি কাশি শ্বাসকষ্ট সহ নানাবিধ ঠান্ডা জনিত রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। শীতের তিব্রতা ও ভয়াবহতা থেকে গরিব অসহায় ছিন্নমূল হতদরিদ্র পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত এতিম শিশু এবং বয়স্কের একটু উষ্ণতার পরশ বুলাতেই আমাদের এই কমর্সুচী হাতে নেয়ার মুল উদ্দেশ্য।
তিনি আরও বলেন-্ ইনশাআল্লাহ পুরো জানুয়ারী মাস জুড়েই আমাদের এই মানবিক শীত উপকরণ বিতরণ কর্মসূচি চলমান থাকবে। আমাদের পরবর্তী কর্মসূচি গরিব অসহায় রিক্সা, ভ্যান,অটো ও হুন্ডা চালকদের মাঝে শীত উপকরণ হিসেবে কান টুপি বিতরণ কর্মসূচি পালন। যা খুব শীঘ্রই বিতরণ কার্যক্রম শুরু করবো।
সার্বিক যোগাযোগ : 01716478302
ডোনেশন : 01912263570