পটুয়াখালী প্রতিনিধি :
পটুয়াখালীতে কোমলমতি শিশুদেরকে মনোরম পরিবেশে পাঠগ্রহনে দক্ষ অভিজ্ঞ শিক্ষকদ্বারা পরিচালিত ২০০৬ সালের প্রতিষ্ঠিত মর্নিংসান ইংলিশ এন্ড বাংলা মিডিয়াম স্কুলের প্রাক্তন একাধিক ব্যাচ’র শিক্ষার্থীদের পুর্নমিলনী উৎসব অনুষ্ঠিত হয়েছে।
৩০ ডিসেম্বর শুক্রবার বেলা ১১ টায় মুনসেফ পাড়াস্থ মর্নিংসান স্কুল ক্যাম্পাসে কেক কেটে পুর্নমিলনী উৎসবের শুভ সূচনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ কবি ও কথা সাহিত্যিক রওশন জাহান মাসুমা। এ সময় উক্ত স্কুলের ২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫, ২০১৬, ২০১৭,২০১৮ ব্যাচের শিক্ষার্থীরা সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কেক কাটা শেষে বাধ্য যন্ত্রসহকারে এক বর্ণাঢ্য র্্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শেখ রাসেল শিশু পার্ক মোড়ে গিয়ে শেষ হয়। এ কেক কাটা ও র্্যালীতে আয়োজক প্রাক্তন শিক্ষার্থীদের অন্যান্যের মধ্যে ছিলেন সৈয়দ অতি, ইসরাক তাহসীন, রাতুল রোহান, মাহিয়া কর্মকার, রিয়া কর্মকার, মাইশা মীম, অর্পিতা কর্মকার, শর্মিলা কর্মকার, শিক্ষিকা মিলি আক্তার, নাফিজা আক্তার, আয়শা মিম, কবিতা কর্মকার প্রমুখ।