কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
জেলার কোটালীপাড়া উপজেলায় আজ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা হয়েছে।
কোটালীপাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি চত্বরে মেলা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ-৩ আসনের উন্নয়ন কার্যক্রমের প্রধানমন্ত্রীর প্রতিনিধি সাবেক সচিব মো. শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার আফরোজা বিনতে মনসুর (গাজী লিপি), উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বক্তব্য রাখেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ২২টি স্টল বসে।