নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে স্থানীয়রা। সোমবার (২১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভূমি অফিসের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা মাসুদ সিকদার, মো. খলিল, মো. মামুন প্রমুখ। বক্তারা বলেন, ভূমি অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ঘুষ ছাড়া কোনো কাজ করেন না। এক পক্ষের নিকট ঘুষ নিয়ে পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দেন ওই অফিসের কানুনগো জাহাঙ্গীর হোসেন। এসময় তার শাস্তি দাবি করেন বক্তারা।
মানববন্ধনে ভুক্তভোগী মাসুদ সিকদার বলেন, উপজেলা ভূমি অফিসে ২৭এন/২০২১-২২ নম্বর মিসকেস (১৫০ ধারা) দায়ের করলে তদন্তের দায়িত্ব পান কানুনগো জাহাঙ্গীর হোসেন।
তদন্ত প্রতিবেদন দেয়ার জন্য জাহাঙ্গীর হোসেন তার কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা না দেয়ায় তিনি কোন কাগজপত্র যাচাই-বাছাই না করে এবং সরেজমিনে সঠিক তদন্ত না করে প্রতিপক্ষের (বিবাদি) অনুকূলে তদন্ত প্রতিবেদন দিয়েছেন। ওই তদন্ত প্রতিবেদন মিথ্যা দাবি করে পুনরায় প্রতিবেদন ও ওই ভূমি কর্মকর্তার বিচার ও অপসারণ দাবি করেন তিনি।
কানুনগো মো. জাহাঙ্গীর হোসেন বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সত্য নয়। দুই পক্ষের কাগজপত্রের সত্যতা দেখে প্রতিবেদন দাখিল করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের বিষয় আপত্তি থাকলে সংক্ষুব্ধ পক্ষের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপিল করার সুযোগ আছে। ঘুষ দাবির বিষয়টি মিথ্যা।