পটুয়াখালী প্রতিনিধি :
সিত্রাং এর কবলে চট্টগ্রামের মিরসরাইতে বালুর ঢ্রেজার ডুবে নিহত ৮ শ্রমিকের পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের চর জৈনকাঠী গ্রামে নিহতদের পরিবারের হাতে অর্থ সহায়তা তুলেদেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেল এবং কেকে এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী কবির হোসেন।
এসময় প্রত্যেক পরিবারকে নগদ দশহাজার টাকা, দুইটি পরিবারকে দীর্ঘ মেয়াদী মাসিক চাল খরচ ও শিশুদের পড়াশোনার খরচ বহনের ঘোষণাও দেন তারা।
এর আগে নিহতদের পরিবারকে পটুয়াখালী জেলা প্রশাসন থেকে বিশ হাজার টাকা ও সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০হাজার টাকা করে দেওয়া হয়েছে।
গত ২৬ অক্টোবর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সিত্রাং এর কবলে পরে বালুর ঢ্রেজার ডুবে নিখোঁজ হন পটুয়াখালী সদর উপজেলার ৮ শ্রমিক। পরে ২৭ অক্টোবর তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের মোল্লা বাড়ির আ. রহমানের ছেলে মো. তারেক মোল্লা, আনিচ মোল্লার দুই ছেলে ছেলে শাহীন মোল্লা ও ইমাম মোল্লা এবং আ. হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা।
একই ইউনিয়নের গ্রামের হাওলাদার বাড়ির ইউসুফ হাওলাদারের ছেলে মো.বসার হাওলাদার, নুরু সর্দারের ছেলে মো.আলম সর্দার, সেকান্দার রারির ছেলে মো.জাহিদ রারি এবং ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে মো.আল-আমিন ফকির।