মাসুদ রানা, পত্নীতলা প্রতিনিধি :
নওগাঁয় মরহুম ময়েজউদ্দিন আহম্মেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার একশত পঁচিশ জন অসহায় মানুষের মাঝে ৭ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাইমেন অন্তু বলেন, আমার বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত মরহুম ময়েজউদ্দিন আহম্মেদ ও মরহুমা রোকেয়া বেগম ফাউন্ডেশন.গত বছরের ন্যায় এই বছরও কোভিড-১৯ এ কর্মহীন হয়ে পড়া প্রয় হাজার জন অসহায় মানুষের মাঝে প্রথম থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজও আসন্ন ঈদ-উল- ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে আজ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। তিনি আরো বলেন, এমন মহৎ উদ্যেগে সহযোগিতার হাত রাড়িয়ে দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক তিন জন প্রবাসী। এসময় পরিবারের সদস্য ছাড়াও আরো উপস্থিত ছিলেন, পল্টন, শহীদুল হক পল্টু, রেজা মৃধা, মিলন, রাজা, রমজান আলী প্রমুখ।