পটুয়াখালী প্রতিনিধি :
করোনা আক্রান্ত সিনিয়র সাংবাদিক নির্মল কুমার রক্ষিত ও তার সহধর্মীনি কাজল রানীকে পটুয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান।
আজ রোববার দুপুরে সাংবাদিক নির্মল কুমার রক্ষিত এর সেন্ট্রারপাড়াস্থ বাসায় উপস্থিত হয়ে এ দম্পতির হাতে পটুয়াখালী প্রেসক্লাবের পক্ষ থেকে দেয়া বিভিন্ন ধরনের ১টি ফলের ঝুড়ি হস্তান্তর করা হয়।
নির্মল কুমার রক্ষিত পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য এবং তার সহধর্মীনি কাজল রানী পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ঠ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স। প্রথমে কাজল রানীর করেনা রিপোর্ট পজেটিভ হয় ও পরে নির্মল কুমার রক্ষিত এর করোনা রিপোর্ট পজেটিভ আসে। তারা উভয়ই করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন।
নির্মল কুমার রক্ষিত এর হাতে উপহার সামগ্রী তুলে দেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ এর পটুয়াখালী জেলা প্রতিনিধি স্বপন ব্যানার্জী, সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি জালাল আহমেদ এবং অর্থ বিষয়ক সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল হোসেন তালুকদার।
করোনা আক্রান্ত সাংবাদিক দম্পতিদ্বয় শারীরিকভাবে সুস্থ আছেন এবং ডাক্তারের পরামর্শে নিজ বাসায় আইসোলেসনে আছেন জানিয়ে এ সাংবাদিক দম্পতির রোগ মুক্তি ও দ্রুত সূস্থতা কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তারা।