পটুয়াখালী প্রতিনিধি :
মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ এর পৃষ্ঠ পোষকতায় দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহনকারী প্রথম শ্রেনীর ১৬ টি দল নিয়ে আগামী ১৩ ফেব্রুয়ারী শনিবার সকাল ১০ টায় পটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে মেয়র কাপ টি- টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট -২০২১।
উক্ত টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড গোলাম সরোয়ার। এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ।
অংশগ্রহন কারী দলের মধ্যে রয়েছে- ক বিভাগে – আঃ হাদি রতন স্মৃতি ক্রিকেট একাডেমী ঢাকা, ফেয়ার প্লে ক্রিকেট একাডেমী ভোলা, ট্যালপন্ট হান্ট ক্রিকেট একাডেমী বরিশাল ও প্রজন্ম আহসান হাবিব খান চরপারা, পটুয়াখালী। খ বিভাগে- সিদ্ধিরগঞ্জ ক্রিকেট একাডেমী নারায়নগঞ্জ, বেসিক ক্রিকেট একাডেমী বরিশাল, পটুয়াখালী ক্রিকেট একাডেমী পটুয়াখালী ও পল্টু স্মৃতি সংসদ সেন্ট্রারপাড়া পটুয়াখালী।
গ বিভাগে – ঢাকা ক্রিকেট একাডেমী ঢাকা, দুরান্ত বরিশাল, বাকেরগঞ্জ ক্রিকেট একাডেমী ও জাহিদ হোসপন বাচ্চু তালুকদার স্মৃতি সংসদ পটুয়াখালী। ঘ বিভাগে- ইষ্টার্ন ক্রিকেট একাডেমী ঢাকা, মির্জাগঞ্জ সুপার ফাইটার্স, সুপারসনিক ইয়ং স্টার বরিশাল ও স্বাধীন স্পোটিং ক্লাব পটুয়াখালী।
উক্ত টুর্ণামেন্টের প্রথম রাউন্ড ১৩ ফেব্রুয়ারী হতে ২৮ ফেব্রুয়ারী, কোয়াটার ফাইনাল ২ মার্চ হতে ৩ মার্চ, সেমিফাইনাল ৫ মার্চ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ০৭ মার্চ।
এ টুূর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দদেরসহ সকল স্তরের মানুষকে উপস্থিত হয়ে খেলা উপভোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন মেয়র কাপ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট-২০২১ এর আহবায়ক কাজল বরন দাস।