নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি :
গতকাল বাদ জোহর ছারছীনা দরবার শরীফের মাহফিল স্টেইজে বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধি সহ কেন্দ্রীয় নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লা ড. মাওলানা সৈয়দ মুহা. শরাফত আলী বলেন- যুবক সম্প্রাদায়ই প্রতিটি সংগঠনের প্রাণ। যুব সমাজ জাগ্রত হলেই যেকোন আদর্শই দিকবিজয় করতে সক্ষম হয়। তিনি সকল যুব হিযবুল্লাহর কর্মীদেরকে প্রতিটি এলাকায় সংগঠনের কার্যক্রমকে বেগবান করার আহবান জানান।