বরিশাল প্রতিনিধি :
আজ সকাল ১১ ঘটিকার সময় বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন এর উদ্যোগে বরিশাল লঞ্চঘাটে থাকা ভাসমান জয়নব বিবি (৬৫) কে পলাশপুর বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল সদর নৌ থানার পরিদর্শক এস আই, অলোক চৌধুরী সহ প্রমুখ ।
এবিষয়ে বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন। মেহেদী পাতা যদি নিজের জীবন বিহর্জন দিয়ে অন্যকে রাঙ্গিয়ে তুলতে পারে। তাহলে একটা মানুষের পাশে। কেনো আমরা কিছু অর্থের বিনিময়ে দুরে থাকবো? আমার সার্থের মধ্যে যতটুকু সম্ভব হবে তা দিয়েই আমিই চেষ্টা করবো।এসময় উপস্থিত জনগণের ভার্স্য।
একেই বলে মানবতার ফেরিওয়ালা আমরা গর্বিত তার মতো একজন নিবেদিত প্রাণের মানুষ আমাদের বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন স্যারকে । ভাসমান মানুষের ও পথচারীদের জন্য কাজ করতে একটুও দ্বিধা বোধ করেন না। মহান আল্লাহ তাআলা আমাদের স্যারকে সর্বদা হেফাজতে রাখুন।