উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মতিউল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক, পটুয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মহোদয়ের প্রতিনিধি জনাব ডা. মেহেদী হাসান; জেলার সম্মানিত ইমামগণ; সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, পটুয়াখালী।
অনুষ্ঠানের শেষ পর্বে দিনটি উপলক্ষে আয়োজিত হামদ্-নাত ও কেরাত প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরবর্তীতে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব কাজী কামরুজ্জামান, কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, পটুয়াখালী; জনাব জি.এম. আব্দুস সালাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, পটুয়াখালী; শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জি. এম. সরফরাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।
আলোচনা সভায় হযরত মুহাম্মদ (সা.)-এঁর জীবনী নিয়ে আলোচনা হয় এবং তাঁর জীবনাদর্শ সকলকে অনুসরণ করার জন্য বলা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।