পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বহুবিধ প্রকল্প হাতে নিয়েছেন। এ সব উন্নয়ন প্রকল্প যথাযথ বাস্তবায়ন হলে দেশে কোন দরিদ্র মানুষ খুঁজে পাওয়া যাবে না।
মেয়র ২১ অক্টোবর বুধবার পিটিআই রোডস্থ এসডিএ প্রশিক্ষন কেন্দ্রে পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর এস এম ফারুক মৃধার সভাপতিত্বে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের জাতীয় নগর দারিদ্র হ্রাসকরন কর্মসূচী সেফ কমিউনিটি কমিটির (এসসিসি) দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় প্রশিক্ষনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কমিটির সদস্যদের করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ইউএনডিপি এর টাউন ম্যানেজার আবদুল্লাহ আল মামুন, সোসিও ইকোনোমিক এন্ড নিউট্রিশন অফিসার মোঃ জিয়াউল হক, বস্তি উন্নয়ন প্রকল্প কর্মকর্তা ভবানী সিনহা শংকর, কমিউনিটি অর্গানাইজার সাইফুন আরা বায়েজীদ, কমিটির ক্লাস্টারের গণ্যমান্য ব্যক্তি মোঃ আবু নাঈম, মোঃ হারুন অর রশীদ, প্রভাষক কাওসার মাহমুদ, জালাল আমেদ, মিজানুর রহমান প্রমুখ। প্রশিক্ষনে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের ক্লাস্টারের ১০ জন, সিডিসি ৬ জন, গণ্যমান্য ব্যক্তি ৬ জন সহ ২২ জন প্রতিনিধি অংশগ্রহন করেন বলে ১ নং ওয়ার্ডের মাকসুদা আক্তার ও ২ নং ওয়ার্ডের বেবী বেগম জানান।