স্টাফ রিপোর্টারঃ
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ আগষ্টে নিহত ও বিভীষিকাময় ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্মরণ সভা গতকাল বিকালে গাইবান্ধা সাঘাটা উপজেলার উল্যাবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় প্রধান হিসাবে উপস্থিত ছলেন এ্যাড.ফজলে রাব্বী মিয়া এমপি,ডেপুটি স্পীকার বাংলাদেশ জাতীয় সংসদ ,বিশেষ অতিথি বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্র কমিটির সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি জাতীয় সংসদ সদ
স্য গাইবান্ধা ৩ ফরহাদ আব্দুল্যাহ হারূন বাবলু ভারপ্রাপ্ত সভাপতি গাইবান্ধা জেলা আওয়ামী লীগ
স্মরণ সভায় সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
ডেপুটি স্পীকার বলেন, আজকের এই শোক সভায় আমরা সরকারের কাছে দাবি করছি যে অনতি বিলম্বে যে সমস্থ খুনিদের এখনো দেশে ফেরত আনা হয় নায় তাদেরকে দেশে ফেরত এনে ফাসির রায় কার্য্যকর করার দাবি জানায় ।
ডেপুটি স্পীকার বলেন, আজকের এই শোক সভায় আমরা সরকারের কাছে দাবি করছি যে অনতি বিলম্বে যে সমস্থ খুনিদের এখনো দেশে ফেরত আনা হয় নায় তাদেরকে দেশে ফেরত এনে ফাসির রায় কার্য্যকর করার দাবি জানায় এই সভা থেকে।
তিনি আরো বলেন, বাংলাদেশের মাটিতে নিষিদ্ধ জামায়াত বিএনপি ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা দেশ নেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে নানামুখী উন্নায়ন করে যাচ্ছে, তার এই উন্নয়ন ঠেকাতে জামায়াত বিনপি সহ একটি ষড়যন্ত্র কারী দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণের মাঝে বিভিন্ন ভাবে বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে তারা।
বাংলার মাটিতে নিষিদ্ধ উল্লেখ করে বলেন ১৫ই আগস্ট যারা জাতির জনক বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করেছিলো ২১শে আগস্টেও তারা গ্রেনেড হামলা করেছিলো প্রধানমন্ত্রীকে মারার উদ্দেশ্যে তাদের স্থান এই দেশে হবে না।