স্টাফ রিপোর্টারঃ
অরাজনৈতিক ইসলামী সংগঠন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর মজলিসে শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ এশা ছারছীনা দরবার শরীফের জামে মসজিদের তৃতীয় তলায় শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন।
অধিবেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ¦ মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, অতিরিক্ত নাজেমে আ’লা মাওঃ মোঃ আলী আকবর, ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ সহ বিভিন্ন বিভাগ, মহানগর, জেলা, থানা, ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক, ত’লীমে তরীকত সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ প্রমূখ।