বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও মানুষ হত্যার প্রতিবাদে আজ সোমবার পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে।
আজ বিকেল পৌনে ছয়টার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বাউফল উপজেলা শাখার উদ্যোগে বাউফল পৌর শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষণা দেওয়া হয়।
এর আগে আজ বেলা ১১ টার দিকে বাউফল বয়েজ পাবলিক ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাউফল পাবলিক মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাউফল পৌরসভার বিভিন্ন সড়ক ঘুরে বাউফল পাবলিক মাঠে গিয়ে শেষ হয়।