কুমিল্লা প্রতিনিধি :
আজ সোমবার (৭ই এপ্রিল) বাদ আছর কুমিল্লা শহরের ঐতিহ্যবাহী ছাতিপট্টি মসজিদের সামনে ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন, প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছারছীনার পীর ছাহেব হুজুরের নির্দেশক্রমে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলা শাখা কর্তৃক আয়োজিত উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কুমিল্লা জেলার সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, মাওলানা মোঃ আবু বকর সিদ্দিক, মুহাদ্দিস আবদুল কাদির সহ সংগঠনের বিভিন্ন স্তরের নের্তৃবৃন্দ।