পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
আজ সোমবার (৭ই এপ্রিল) সকাল ১০ টায় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর পাথরঘাটা গোল চত্বরে এসে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে তরিকুল ইসলাম কাজী রাকিব এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়তে হিযবুল্লাহ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি কাজী মোহাম্মদ ত্বোহা, পাথরঘাটা পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার এসমে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাথরঘাটা থানা আমীর মাওলানা মাসুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি এম এস সোহাগ বাদশা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর মাওলানা বজলুর রহমান।
প্রতিবাদ সমাবেশে বক্তা’রা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডঃ মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনতিবিলম্বে ইসরাইলের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপন করতে হবে।
এছাড়া সমাবেশ বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ পাথরঘাটার সভাপতি কাজী মোহাম্মদ ত্বোহা পাথরঘাটা সহ দেশের সর্বত্র ইসরায়েলি পণ্য বয়কটের আহবান জানান।