1. shahalom.socio@gmail.com : admin :
  2. ittehadnews24@gmail.com : Ittehad News24 : ইত্তেহাদ নিউজ২৪
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
আজকের এই পবিত্র দিনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন আমাদের পীর ও মুর্শীদ শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ রহ. বাহরে শরীয়ত, মুজাদ্দেদে জামান শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) একটি জীবন ও আদর্শ নেছারাবাদে আঞ্চলিক সড়ক দুই লেন করন ও গার্ডার ব্রিজ নির্মানের দাবীতে মানববন্ধন ছারছীনা মাদ্রাসার কামিল’২৩ শিক্ষাবর্ষের ছাত্রদের দোয়া ও কামিল’২৪ শিক্ষাবর্ষের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগ্রাসী ইসরাইলকে সর্বশক্তি দিয়ে রুখে দিন -ছারছীনার পীর ছাহেব। বেইলি ব্রিজ ভেঙে বরিশাল-নেছারাবাদ (স্বরূপকাঠি)-এর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় অত্র অঞ্চলের জনগন চরম দুর্ভোগে মানবিক করিডোরের নাম দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চরম বিপর্যয় ও হুমকির মুখে ফেলবেন না। -সরকারকে ছারছীনার পীর ছাহেব যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক মির্জা ফখরুলের অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত
শিরোনাম
আজকের এই পবিত্র দিনেই পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন আমাদের পীর ও মুর্শীদ শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ রহ. বাহরে শরীয়ত, মুজাদ্দেদে জামান শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) একটি জীবন ও আদর্শ নেছারাবাদে আঞ্চলিক সড়ক দুই লেন করন ও গার্ডার ব্রিজ নির্মানের দাবীতে মানববন্ধন ছারছীনা মাদ্রাসার কামিল’২৩ শিক্ষাবর্ষের ছাত্রদের দোয়া ও কামিল’২৪ শিক্ষাবর্ষের ছাত্রদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত আগ্রাসী ইসরাইলকে সর্বশক্তি দিয়ে রুখে দিন -ছারছীনার পীর ছাহেব। বেইলি ব্রিজ ভেঙে বরিশাল-নেছারাবাদ (স্বরূপকাঠি)-এর সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় অত্র অঞ্চলের জনগন চরম দুর্ভোগে মানবিক করিডোরের নাম দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে চরম বিপর্যয় ও হুমকির মুখে ফেলবেন না। -সরকারকে ছারছীনার পীর ছাহেব যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে বৈঠক মির্জা ফখরুলের অনতিবিলম্বে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল

  • আপডেট করা হয়েছে সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধি :

গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধ ও কর্মসূচীর সাথে তাল মিলিয়ে উত্তাল হয়ে উঠেছে বরিশালের রাজপথ। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় বরিশাল নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে বরিশালে ছাত্র জনতা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি শুরু করে তারা। এ সময় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আবার টাউন হলে এসে শেষ হয়।

বিকেল ৫টায় বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর টাউন হল চত্বর থেকে মিছিল শুরু হয়ে সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার, গির্জা মহল্লা ঘুরে সদর রোড এসে শেষ হয়। মহানগর আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল জব্বার, বরিশাল মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, হাফেজ মাওলানা আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম, বরিশাল মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য শামীম কবির, শফিউল্লাহ তালুকদার, জাফর ইকবাল, মহানগর শুরা সদস্য অধ্যাপক আনোয়ার হোসাইন, মোস্তাফিজুর রহমান, বরিশাল মহানগর শিবিরের সেক্রেটার হাসান মাহমুদ, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে ‘গাজা বাঁচাও’, ‘ইসরায়েলের গণহত্যা বন্ধ কর’, ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার চাই’—এমন নানা স্লোগানে মুখর করে তোলেন নগরী।

মিছিলপূর্ব সমাবেশে মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন বাবর বলেন, শতাব্দীকাল ব্যাপী ইজরাইল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই বারও রমজান মাসে কাপুরুষের মত নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ৪০০ শতাধিক নারী শিশু হত্যা করেছে। রাসুলুল্লাহ্ (স.) ঘোষিত এই অভিশাপ্ত ইয়াহুদী বাদীরা মানুষ হত্যা করেও এই পৃথিবীতে টিকতে পারবে না। আমরা আহ্বান জানাচ্ছি মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দ বিশেষ করে ওআইসি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলিম বিশ্বের দুর্বল নেতৃত্ব ও ওআইসি দায়িত্বশীলদের গাফলতির কারনে গাজার গণহত্যার ব্যাপারে কার্যকর কোন ভূমিকা রাখতে পারছে না।

অন্যান্য বক্তারা বলেন, ইসরায়েল যে বর্বরতা গাজায় চালাচ্ছে, তা ইতিহাসে নজিরবিহীন। যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শিশু, নারী, বেসামরিক মানুষের ওপর নির্বিচারে বোমা বর্ষণ মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই একতাবদ্ধ হয়ে এই গণহত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া।

এদিকে জোহরের নামাজ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগরের আয়োজনে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দলটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য দেন। গণহত্যা বন্ধে জাতিসংঘসহ সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

দ্য ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইনের ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি আলেকান্দা কলেজ, অমৃত লাল দে কলেজসহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন।

এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গণহত্যা বন্ধে জাতিসংঘসহ সংশ্লিষ্টরা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Categories