স্টাফ রিপোর্টার :
ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছাওয়াব ও ছারছীনা মাদরাসার বার্ষিক মাহফিলে দৈনিক ইনকিলাবের সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন গতকাল দোয়া নিতে আসেন। বাদ জোহর মাহফিলে আগত লক্ষ লক্ষ মেহমানদেরকে উদ্দেশ্যে তিনি বলেন- এ দেশে ছারছীনা দরবার শরীফ একটি হক্ব দরবার। এখানে কোন উশৃঙ্খলতা শিক্ষা দেয়া হয় না। মৌলিক ইসলামি শিক্ষায় শিক্ষিত হতে হলে ছারছীনা দরবার হতে শিক্ষা গ্রহণের বিকল্প নেই। আমরা সেওভাগ্যবান এজন্য যে, আমাদের পূর্বপুরুষগণ এ দরবারের সাথে সম্পৃক্ত ছিল, আমরাও আছি এবং ভবিষ্যতেও আমাদের পরবর্তী প্রজন্মও এ দরবারের সাথে সম্পৃক্ত থাকবে ইনশাআল্লাহ।ইতোপূর্বে অনেক স্বৈরশাসক কোন উত্তরাধিকারি রেখে যেতে পারেননি, কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যোগ্য উত্তরসূরী রেখে যাওয়ার কারণে আজ তারা ঘুরে দাড়াচ্ছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে জনগণ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।