স্টাফ রিপোর্টার :
ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছাওয়াব ও ছারছীনা মাদরাসার বার্ষিক মাহফিলে গতকাল ইফতার পূর্ব আলোচনায় ছারছীনা দরবার শরীফের গদ্দিনসীন পীর ছাহেব কেবলা মুফতী মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন একথা বলেন। মাহফিলের তারিখ পরিবর্তন না করার পূর্ব প্রচলিত নিয়মের ধারাবাহিকতায় এ বছর মাহে রমযানে অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ছিল তিন দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিন। লক্ষ লক্ষ লোক ইফতার সামনে নিয়ে সূর্য়াস্তের অপেক্ষায় বসে থকার এ মাহফিলে আমিরে হিযবুল্লাহ হযরত পীর ছাহেব কেবলা সকলকে নিয়ে মুনাজাত করেন। তিনি সকলের শান্তি নিরাপত্তা ও বিশ্ব মুসলিমের কল্যাণ কামনা করেন।
ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় তিনি বলেন- ছারছীনা দরবার কুরআন সুন্নাহ অনুযায়ী আমলী জীবন গঠন করার একটি হক দরবার। এ দরবার আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদার ভিত্তিতে হক তরীকা ও সঠিক তাসাউফ চর্চার দরবার, উদ্ভূত পরিস্থিতির সঠিক সমাধানের দরবার। তাই দেশের জনগণ, সরকার, প্রশাসন সকল মহলে এ দরবারের গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। আমরা দলীয় রাজনীতি করি না। আমাদের কর্মসূচী আখেরাতমূখী। কীভাবে একজন লোক আখেরাতে নাজাত পাবে তা-আমাদের ভাবনা। আমরা রোযার হিকমাতের দিকে তাকালে দেখতে পাই, আল্লাহ পাক বলেছেন, রোযা ফরজ করা হয়েছে মানুষকে তাকওয়ার অধিকারী করার জন্য। বলা বাহুল্য ইসলামের সকল আমলই তাকওয়া কেন্দ্রিক আবর্তিত। সেমতে আমাদের তরীকা চর্চা সহ যাবতীয় আমল সব কিছুরই উদ্দেশ্য নিজেকে তাকওয়াবান হিসেবে গড়ে তোলা। আর তাকওয়ার নিরিখেই বান্দা দুনিয়ায় যেমন সম্মানিত হয়ে থাকে, তদ্রুপ আখেরাতেও ঈর্ষণীয় মর্যাদার অধিকারী হবে।
মাহফিলে ২য় দিন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীর উপর আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামীম, ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সিরাজুম মুনীর তাওহীদ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুফতি মাওলানা মোঃ হায়দার হুসাইন প্রমূখ।
মাহফিলের ২য় দিন মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন- পিরোজপুরের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খাঁন প্রমূখ।
আজ বাদ জুময়া দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ ও শান্তি কামনা করে হযরত পীর ছাহেব কেবলা আখেরী মুনাজাত পরিচালনা করবেন।