
পটুয়াখালী প্রতিনিধি :
বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে শান্তিপুর্ন পরিবেশে পটুয়াখালী পৌর কিচেন মার্কেটের দোতালায় পটুয়াখালী সদর উপজেলা ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
এ নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কেএম ইলেকট্রিক মালিক ঘোড়া প্রতীক আঃ কাইউম। তিনি পেয়েছেন ৩৫ ভোট। তার প্রতিদ্বন্দী
প্রার্থী মৃধা ইলেকট্রিক এর মালিক মো. নান্নু মৃধা (চেয়ার) পেয়েছেন ২৯ ভোট, সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইভা ইলেকট্রিক মালিক মো. আবু জাফর (আম)। তিনি ভোট পেয়েছেন ৬১, তার নিকট প্রার্থী সিকদার ইলেকট্রিকের মালিক মো. রফিকুল ইসলাম ( কাঠাল) পেয়েছেন মাত্র ৩ ভােট।
সহ-সভাপতি পদে হয়েছেন খান ইলেকট্রিক মালিক আঃ কুদ্দুস খান(দোয়াত- কলম)। তিনি পেয়েছেন ৪৮ ভোট। তার প্রতিদ্বন্দী আল্লার দান ইলেকট্রিক মালিক মো. সুমন মিয়া ( চাবি) পেয়েছেন ১৪ ভোট। সহ- সাধারন সম্পাদক পদে হয়েছেন আয়ান ইলেকট্রিক মালিক মোঃ ওমর ফারুক টিটু(মই), তার নিকটতম প্রতিদ্বন্দী তামিম ইলেকট্রিক মালিক মো. আঃ রাজ্জাক (ছাতা) পেয়েছেন ২৮ ভােট। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফারিয়া ইলেকট্রিক মালিক মো. ফারুক হোসেন ( বই)। তিনি ভোট পেয়েছেন ৫২। তার নিকট প্রতিদ্বন্দী রাজা টেলিকম মালিক মো. হাবিবুর রহমান রাজা(ঘড়ি) পেয়েছেন ১১ ভোট।
এ ছাড়া এ সমিতির নির্বাচনে চারটি পদে বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন সাংগঠনিক সম্পাদক পদে মায়ের দোয়া ইলেকট্রনিক মালিক মো. আল আমিন, কোষাধ্যক্ষ মৌ সোলার ইলেকট্রিক মালিক মো. রাসেল, প্রচার সম্পাদক পৌরসভা মোড় ইলেকট্রিকের মো. আলমিন হাওলাদার ও দপ্তর সম্পাদক পদে হয়েছেন আল মদিনা ইলেকট্রিকের মো. ফিরোজ আলম।
দুই বছর মেয়াদের এ সমিতির নির্বাচন সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীনভাবে ৭২ জন ভোটারের মাধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ঝিলিক ইলেকট্রিকের ধীরেন্দ্র নাথ শীল জানান। নির্বাচন কমিশনের অপর চারজন সদস্য হলেন আসিফ ইলেকট্রিকের জাহিদ হাসান, তপু ইলেকট্রিকের মিন্টু ঘোষ, সুমন ইলেকট্রিকের মো. সুমন ও কাফি ইলেকট্রিকের মো. শফিক।
ভোট গ্রহন ও ঘোষনার সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন।