নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটিতে কুলকাঠি ইউনিয়নে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে ইউনিয়নটির একটি তরুন সংগঠন পাওতা ইয়াং স্টার ক্লাব ও পাঠাগারের উদ্যোগে ১৭ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ০৮ ফেব্রুয়ারী কুলকাঠি ইউনিয়নের পাওতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনিয়নের ১৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় পাচ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন গ্রুপে নানান ইভেন্টে অংশগ্রহণ করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:নজরুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:আব্দুস সালাম। এছাড়াও উপস্থিত ছিলেন কুলকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার বিশ্বাস,ঢাকাস্থ নলছিটি উপজেলা কল্যান সমিতির সভাপতি এডভোকেট মাসুদ হোসাইন,মো:বাদল হোসাইন,নুরুল হক,মনিরুল ইসলাম ফজলু,লতিফ হাসান জামাল,সাইফুল ইসলাম,মনিরুজ্জামান,মোস্তাফিজুর রহমান লাভলু,মিল্লাত হুসাইন খান সহ ক্লাবটির সদস্যবৃন্দ ও অন্যান্য গম্যমান ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সমন্বয় করেন নলছিটি ডিগ্রি কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো:সামছুল হক খান বাহার।
এতে সভাপতিত্ব করেন সাবেক কর কমিশনার ও পাওতা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি এবং পাওতা এলাকার কৃতি সন্তান মো:দেলোয়ার হোসেন। সকাল নয়টায় শুরু হওয়া এ ক্রীড়া প্রতিযোগিতা পতাকা উত্তোলন,কবুতর উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এবং দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।