প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ১১:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৫, ৮:৫৪ এ.এম
পিরোজপুর পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে পবিত্র কোরআন শরীফ বিতরন ।
পিরোজপুর প্রতিনিধি :
আজ ৩ ফেব্রুয়ারি রোজ সোমবার পিরোজপুর জেলার পুলিশ সুপার এর উদ্যোগে নাজিরপুর থানাধীন তারাবুনিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরন করা হয়।

পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয় এ সময় পবিত্র কোরআন শরীফ বিতরণ করেন। এসময় তিনি বলেন- জেলা পুলিশ পিরোজপুর পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। এরই ধারাবাহিকতায় নানান কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, এই প্রক্রিয়া চলমান থাকবে। ভবিষ্যতেও এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান,পুলিশ সুপার পদে (পদোন্নতিপ্রাপ্ত), ডিআইও-১, ওসি ডিবি, মাদ্রাসার শিক্ষকগন ও জেলা পুলিশ পিরোজপুর এর বিভিন্ন পদমর্যাদার সদস্যগন।
Copyright © 2025 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.