স্টাফ রিপোর্টার :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা মহান আল্লাহর মাখলুক ও তাঁর একনিষ্ঠ গোলাম। একমাত্র তাহারই ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। পৃথিবীতে আমরা ক্ষণিকের অতিথিমাত্র। সুতরাং ক্ষণিকের এই পৃথিবীতে আমাদের অহংকার করার কোনো অধিকার নেই। আমাদের উচিত মহান আল্লাাহ প্রদত্ত নিয়ামতের জন্য মানুষ শুকরিয়া করা। যাতে করে আমাদের উপর এই নিয়ামতরাজীকে আরো বহুগুনে বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু আল্লাহ প্রদত্ত নিয়ামতরাজী পেয়ে অহংকার করলে সেই নিয়ামত যেমন হাতছাড়া হয়ে যাবে, তেমনি মহান আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হতে হবে। সৃষ্টিজগতের মধ্যে আমিত্ব বলতে কিছু নেই। যদি বড় হতে চান তাহলে নিজের আমিত্বকে বিলিন করে দেন। চোখ বন্ধ করলে সকল আমিত্বর অস্তিত্ব শেষ। মহান আল্লাহ তার আমি ও আমিত্বের প্রকাশ ঘটানোর জন্য মানুষসহ অন্যান্য সকল মাখলুকাতকে সৃষ্টি করেছেন।
আজ ছারছীনা দরবার শরীফের মরহুম পীর ছাহেব কেবলাদের ঈছালে ছওয়াব মাহফিলের শেষ দিন বাদ মাগরীব আগত মেহমানদের উদ্দেশ্যে একথা বলেন।
মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামীম, মাওলানা কাজী মফিজ উদ্দীন জিহাদী প্রমূখ।