এইচ. এম. মিরাজ মাহমুদ :
ছারছীনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা কুত্ববুল আলম, শায়খুল মাশায়েখ পীর শাহ্ সূফী হযরত মাওলানা নেছারুদ্দীন আহমদ (রহ.)-এর ৭৩ তম ও মুজাদ্দিদে যামান, কুত্ববুল আলম পীর শাহ্ সূফী হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালেহ (রহ.)-এর ৩৫ তম এবং মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দেদে যামান, কুত্ববুল আলম শাহ্ সূফী হযরত মাওলানা মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর ১ম ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৫ শুরু হয়েছে।
গতকাল ৩০ জানুয়ারি বাদ মাগরীব কুরআন তেলাওয়াত, হামদ-না’ত ও হযরত পীর ছাহেব কেবলার গুরুত্বপূর্ণ নসীহতের মাধ্যমে তিনদিনব্যাপী মাহফিলের উদ্ভোধন করা হয়। এরপর সারারাতব্যাপী খতমে সবিনা পড়া হয়।
আজ তিনদিনব্যাপী মাহফিলের ২য় দিন। আগমীকাল বাদ এশা তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত হবে ইনশাআল্লাহ। মাহফিলে পীর-ভাই, মুহিব্বীন সহ সর্বস্তরের মুসলমানদেরকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে দাওয়াত জানিয়েছেন হযরত পীর ছাহেব কেবলার পক্ষে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী।