এইচ. এম. মিরাজ মাহমুদ :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- ক্ষমা হলো মহৎ একটি গুণ। অন্যের অপরাধ মাফ করে দেওয়ার নামই হলো ক্ষমা। অন্যকে ক্ষমা করার দ্বারা নিজের পাপ মোচন হয়। অন্যকে ক্ষমাকারী ব্যক্তিও মহান আল্লাহর অফুরন্ত ক্ষমা লাভে ধন্য হয়। যে অন্যকে ক্ষমা করে দিতে পারে সে মহান আল্লাহ ও মানুষের অকৃত্রিম ভালোবাসা পায়। মানুষের ভুল ক্ষমা করার দ্বারা পরকালে নাজাত পাওয়া যাবে। তাই আসুন আমরা একে অপরকে ক্ষমা করার অভ্যাস গড়ে তুলতে হবে।
গতকাল পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন ৩০নং পূর্ব অলংকারকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর স্মরণে ঈছালে ছওয়াব ও ছারছীনা শরীফের বর্তমান হযরত পীর ছাহেব হুজুরের শুভাগমন উপলক্ষে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ছারছীনা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রুহুল আমিন আফসারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বরূপকাঠি পৌর শাখার আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ¦ মোঃ শফিকুল ইসলাম ফরিদ প্রমূখ।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।