এইচ. এম. মিরাজ মাহমুদ :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা মুসলমান। আমাদের সৃষ্টি করা হয়েছে একমাত্র মহান প্রতিপালকের ইবাদাত-বন্দেগী করার জন্য। অথচ দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে আমদের ত্রুটি-বিচ্যুতি ও অগণিত ভুলে ভরপুর। যা থেকে পরিত্রান পেতে হলে মহান আল্লাহর নিকট একনিষ্ঠভাবে তওবা করতে হবে। পাশাপাশি সর্বাবস্থায় নেক আমল করা ও সমস্ত পাপাচার থেকে বিরত থাকতে হবে। এছাড়াও গভীর রাতে মহান আল্লাহর ভয়ে পূর্ববর্তী সকল গুনাহর কথা স্মরণ করে চোখের পানি ফেলে ক্রন্দন করতে হবে। এই চোখের পানি মহান আল্লাহর নিকট অত্যান্ত মূল্যবান। একনিষ্ঠভাবে যদি কেহ তওবা করে চোখের পানি ঝড়াতে পারে, হযতোবা এই একফোঁটা চোখের পানি তার জন্য জান্নাত লাভের মাধ্যম হতে পারে। এককথায় বলা যেতে পারে সাগরের পানি যেখানে দোজখের আগুন নিভাতে অক্ষম, পক্ষান্তরে একফোঁটা চোখের পানি তাহা নিভানোর জন্য যথেষ্ট।
গতকাল পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাধীন মধ্য জগন্নাথকাঠী মাটিয়া জামে মসজিদের মুসল্লী ও এলাকার যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ)-এর স্মরণে ঈছালে ছওয়াব ও ছারছীনা শরীফের বর্তমান হযরত পীর ছাহেব হুজুরের শুভাগমন উপলক্ষে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্মাদিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ও বাংলাদেশ দীনিয়া মাদ্রসা বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব ড. সৈয়দ মুহাঃ শরাফত আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বরূপকাঠি পৌর শাখার আহবায়ক ও সাবেক মেয়র আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম ফরিদ ও সদস্য সচিব আলহাজ্ব কাজী মোঃ কামাল প্রমূখ।
পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালনা করেন।