পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি :
ছারছিনা দরবার শরীফ কর্তৃক পরিচালিত অরাজনৈতিক দ্বীনী সংগঠন বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ পাথরঘাটা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এর আগে গত ১৫ই জানুয়ারি (বুধবার) পাথরঘাটা কে.এম সরকারি হাই স্কুল ময়দানে বার্ষিক সম্মেলনে বরগুনা জেলা কমিটি ২ বছর মেয়াদী ৩৩জন সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে মাওলানা আব্দুল্লাহ আল মাহাদী এবং সাধারণ সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ নাম ঘোষণা করা হয়।
বাংলাদেশ ছাত্র হিজল্লাহর পাথরঘাটা উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ পাথরঘাটা উপজেলার সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ ত্বোহা। এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোহাম্মদ সেলিম আজাদ, মোঃ আব্দুল মান্নান, মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মোঃ বেলাল উদ্দিন, মাওলানা মোঃ আসাদুল্লাহ, মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, মাওলানা মোহাম্মদ বাকিবিল্লাহ, মাওলানা আব্দুল্লাহ আল মাহাদী, হাফেজ মোহাম্মদ মাসুম বিল্লাহ প্রমুখ।
শপথ অনুষ্ঠানে বরগুনা জেলা ছাত্র হিজবুল্লাহর সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান। প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদেরকে আল্লাহ ওয়ালা হিসাবে গড়ে তোলা এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুজাসসাম নমুনায় তৈরি করাই এই সংগঠনের মূল লক্ষ। দুনিয়াবী ক্ষমতার জন্য এই সংগঠন নয় বরং এই সংগঠন কেবলমাত্র আল্লাহর ও তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মোস্তফা এর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রাজি খুশি করার জন্য। তাই সকল ছাত্রদের হিযবুল্লাহর পতাকা তলে আসার আহ্বান জানান।