এইচ. এম. মিরাজ মাহমুদ :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ (সাঃ) কে মহান আল্লাহ তায়ালা সমস্ত বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমরা সেই নবীজী (সাঃ) এর উম্মত হতে পেরে নিজেকে গর্বিত মনে করি। তিনি সমস্ত বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শ ও উত্তম চরিত্রের অধিকারী একজন মহামানব। তাঁহার আদর্শ ও চরিত্রকে আমাদের জীবনে লালন ও পালন করতে হবে। যেহেতু প্রিয় নবীজী (সাঃ) এর উম্মত হয়েছি বলেই আমরা সম্মানিত হয়েছি। সুতরাং তিনি যে সকল গুণাবলীর অধিকারী ছিলেন আমাদেরকেও সেই সকল গুনে গুনাণি¦ত হলেই তাঁর উম্মত হওয়া সাার্থক হবে।
গতকাল পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন কুয়াকাটা খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।