এইচ এম মিরাজ মাহমুদ তুরাগ থেকে :
ছারছীনা শরীফের বাহরে শরীয়ত, মুজাদ্দিদে জামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর ঈছালে ছওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ৪ জানুয়ারি রোজ শনিবার বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা মহানগরীর উত্তর জোনের তুরাগ থানার উদ্দ্যোগে স্থানীয় কামারপাড়া স্কুল এন্ড কলেজ মাঠে বাদ আছর থেকে মাহফিল শুরু হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আমীরে হিযবুল্লাহ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.)।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়বলী নিয়ে আলোচনা করেন- ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুহাদ্দিস মাওলানা মুহিব্বল্লাহ আল মাহমুদ, জুরাইন খাজা মইনুদ্দিন চিশতি (রহঃ) জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ বায়জিদ হোসাইন সালেহ।
এছাড়াও অন্যানের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবর প্রমুখ।