নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি :
ঝালকাঠি রাজাপুর উপজেলার সকল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ৷
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রাজাপুর উপজেলা শাখার আয়োজনে রাজাপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার মাঠে এ সভা অনুষ্ঠিত হয় ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল ৷ বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন রাজাপুর উপজেলা শাখার সভাপতি ও রাজাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকন, জাতীয়তাবাদী ওলামাদলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মাওলানা এ্যাডভোকেট আবুল হোসেন, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম, কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোবাশ্বের হোসেন সহ অনেকে৷