প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৬, ২০২৪, ৬:৪৭ এ.এম
তিতাস নদী -শেখ তিতুমীর আকাশ
তিতাস নদী
লেখক : শেখ তিতুমীর আকাশ
ওই যে দেখ তিতাস নদী চলছে বাঁকে বাঁকে,
নদীর ধারে সকাল হলে গাছে পাখি ডাকে।
ঐ পাড়ে তে ধানের মাঠে সবুজ রঙের ঘাস,
পল্লী গাঁয়ে প্রাচিন থেকে মানুষ করছে বাস।
খেলাধুলায় মেতে থাকে গাঁয়ের তরুণ ছেলে,
বর্ষা কালে নদীর বুকে মাছ ধরে জেলে।
ঢেউয়ের তালে নৌকা চলে মাঝির কন্ঠে গান,
এমন গাঁয়ে জন্ম হয়ে গর্বে ভরে প্রাণ।
Copyright © 2024 ইত্তেহাদ নিউজ ২৪. All rights reserved.