স্টাফ রিপোর্টার :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেন- আমরা মুসলমান। আমাদের ধর্ম ইসলাম। অথচ ৯৫% মুসলিমদের বসবাসরত এদেশে ইসলাম নিয়ে দিন দিন ছিনিমিনি খেলা হচ্ছে। যার প্রভাব পড়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে। এথেকে মাদ্রাসা শিক্ষাও বাদ যাচ্ছেনা। আধুনিক অথবা সমমানের শিক্ষার নামে মাদ্রাসা শিক্ষাকেও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। বিগত দিনে শিক্ষা ব্যবস্থা জাতিকে হতাশ করেছে। আর এর মাশুল দিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। আগামীতে পাঠ্যসূচীতে আওলিয়ায়ে কেরামদের আবাদকৃত দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক সহ সকল ক্ষেত্রে হক্কানী আওলিয়ায়ে কেরামদের জীবনী অন্তর্ভূক্ত করার জন্য বর্তমান সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।
মাহফিলের ২য় দিন মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শামসুল আলম, প্রো-ভিসি আবু জাফর খান, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মাওলানা শাহ মোঃ নেছারুল হক, ইসলামী আরবী বিশ^বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাঃ আবদুর রশিদ, ঢাকা বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান প্রমূখ।
আগামীকাল ১ ডিসেম্বর তিনদিনব্যাপী মাহফিলের শেষদিন। এদিন বাদ জোহর মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসুল্লিগণ আখেরী মুনাজাতে শরীক হতে মাহফিলে এসে পৌছেছেন।