স্টাফ রিপোর্টার :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) বলেন- আমরা আল্লাহর গোলাম। আল্লাহ তায়ালা আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন তার একমাত্র ইবাদত বন্দেগী করার জন্য। এই ইবাদত বন্দেগী ও আমল-আখলাক হবে কুরআন-সুন্নাহ অনুযায়ী। এ ব্যাপারে কাহারও কোন বিন্দুমাত্র সন্দেহ নাই। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে একদল লোক বের হয়েছে তারা তারা নাপিতের মত সুন্নাতকে অবহেলা করছে তথা কাটছাট করছে, তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন আমরা আদর্শের ব্যাপারে কাহারও সথে আপোষ করিনি, ভবিষ্যতেও করবোনা।
পীর ছাহেব কেবলা সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কথা স্মরণ করিয়ে বলেন- বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান। তেমনি সংখ্যালঘু হিসেবে এদেশে বিভিন্ন ধর্মের লোক বসবাস করছে তারা আমাদের কাছে নিরাপত্তা পাবে ঠিক, তাই বলে এদেশের মুসলিমদেরকে নিয়ে কোন ষড়যন্ত্র বরদাশত করা হবেনা।
পীর ছাহেব কেবলা আরও বলেন- আজকাল একদল কথায় কথায় ঐক্যের কথা বলে বেড়ায়। ঐক্য হবে ইস্যুভিত্তিক। ইস্যু ব্যতীত ঐক্য কখনও গ্রহণযোগ্য হবেনা।
হযরত পীর ছাহেব কেবলা পীর-ভাই মুহিব্বীনদেরকে উদ্দেশ্য করে বলেন- বর্তমানে কেহ কেহ দরবারের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে মুনাফেকী করছে তাদের থেকে দূরে থাকতে হবে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ঐমান ও আমল রক্ষার্থে দ্বিনীয়া মাদ্রাসা তৈরী ও সন্তানদেরকে দ্বিনীয়া মাদ্রাসায় পড়ানোর তাকীদ প্রদান করেন।
গতকাল ছারছীনা দরবার শরীফের তিনদিনব্যাপী মাহফিলের শেষদিন আখেরী মুনাজাতপূর্ব আলোচনায় পীর ছাহেব কেবলা আলহাজ¦ হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা. জি. আ.) একথা বলেন।
আখেরী মুনাজাতে লাখো লাখো ধর্মপ্রাণ মুসুল্লি অংশগ্রহণ করতে দেশ-বিদেশের বিভিন্নস্থান থেকে এসে উপস্থিত হয়। মুনাজাতের আমিন আমিন ধ্বনীতে আকাশ-বাতাস ভারাক্রান্ত। সে সময় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়।
ক্যাপশন : ছারছীনা দরবার শরীফের ১৩৪তম মাহফিলের শেষ দিন বাদ জোহর আখেরী মুনাজাত পরিচালনা করছেন দরবার শরীফের গদ্দীনশীন পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন ও উপস্থিত ধর্মপ্রাণ মুসুল্লিবৃন্দ।