স্টাফ রিপোর্টার :
গতকাল বাদ মাগরীব ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দিনিয়া মাদরাসার দাওরায়ে হাদিস শিক্ষার্থীদের খতমে বুখারি এবং তাফসির ও ইফতার ছাত্রদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ছারছীনা জামে মসজিদে আয়োজিত উক্ত অনুষ্ঠানে খতমে বুখারীর দরস দিয়েছেন ছারছীনা দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহআদ হোসাইন (মাঃজিঃআঃ)।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দিনিয়ার নায়েবে রঈস আলহাজ্ব হযরত মাওলানা মুফতি হাফেজ শাহ্ আবু বকর মুহাম্মদ ছালেহ নেছারুল্লাহ (ছোট হুজুর) (মাঃজিঃআঃ), ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রূহুল আমিন আফসারী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়ায়ে নেছারীয়া দিনিয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামিম, নায়েবে মুদীর মাওলানা সফিউল্লাহ আল মামুন, আলহাজ্ব মাওলানা মির্জা ইয়াসিন মোহাম্মাদ জবিউল্লাহ আল গালিব প্রমূখ।