আদালত প্রতিবেদক :
ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমান বলেছেন, চট্টগ্রাম জজ আদালতে দিন দুপুরে একজন তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সন্ত্রাসী অনুসারীরা কুপিয়ে হত্যা করে মুসলিম উম্মাহর হৃদয়ে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছে। এ হত্যকান্ড পরিকল্পিত হত্যাকান্ড। ভারতের ইন্ধনে পতিত সরকারকে পুনর্বাসনের জন্য উগ্রবাদীরা মরিয়া হয়ে উঠছে। তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শণ করে দেশবিরোধী উস্কানীমূলকৈ বক্তব্য-বিবৃতি দিয়ে দেশকে অশান্ত করে তুলছে। তিনি বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন ভন্ড, চরিত্রহীন ও লম্পট। তার বিরুদ্ধে ইতোমধ্যে মন্দিরের শিশুদের বলাৎকারসহ বিভিন্ন চরিত্রহীন ঘটনা প্রকাশিত হচ্ছে। এমন একজন সন্ত্রাসী ও ভন্ড কিভাবে ধর্মগুরু হয় প্রশ্ন সনাতনী ধর্মের অনেক মানুষের।
আজ বুধবার দুপুরে ঢাকা জজ কোর্ট চত্বরে ইসকন সন্ত্রাসীদের পরিকল্পিত হত্যাকান্ডে চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তি ও হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবীতে ইসলামী আইনজীবী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জিএম নজরুল ইসলাম, ঢাকা বার শাখার সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ মাওলানা এম. হাছিবুল ইসলাম, অ্যাডভোকেট বরকত উল্লাহ লতিফ, অ্যাডভোকেট জুবায়ের আহসান প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আমাদের সহকর্মী তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।
বক্তারা বলেন, ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দেশে সাম্প্রদায়িক উস্কানি ও দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত আছে। তারা ইসকন নিষিদ্ধের দাবী জানান এবং শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর হত্যাকা-ের দৃষ্টান্তমূলক শাস্তি হবার আগ পর্যন্ত আইনজীবীরা রাজপথ ছাড়বে না।