স্টাফ রিপোর্টার :
আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন বলেন- আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক জীবনে সোহবত একটি গুরুত্বপূর্ণ বিষয়। পৃথিবীতে বিভিন্ন সংশ্রব গ্রহণের সুযোগ রয়েছে। একেক সোহবত-সান্নিধ্যের প্রতিক্রিয়া একেক রকম হয়। সৎ লোকের সান্নিধ্যে ভালো প্রতিক্রিয়া হয় আবার মন্দ লোকের সংশ্রবের ফলে মন্দ প্রভাব পড়ে। যেমন- আতরের দোকানে বসলে সুঘ্রাণ পাওয়া যায় অপরদিকে ডাস্টবিন অতিক্রমের সময় দুর্গন্ধ অনুভূত হয়। জীবনে উত্তম কর্ম, জ্ঞান ও উন্নত চরিত্র অর্জন করতে হলে সফল ব্যক্তিদের সান্নিধ্য অবলম্বন আবশ্যক। বাস্তবেও দেখা যায় যে- অনেক আল্লাহওয়ালা বুজুুর্গ তথা হক্কানী আওলিয়ায়ে কেরামদের সান্নিধ্য অবলম্বন করে অপরাধ জগতের বড় বড় অপরাধীরা যেমন- চোর, ডাকাত, মাদকসেবী, ব্যভিচারী, দুর্নীতিবাজ ও বেয়াদব শ্রেণির লোক হেদায়েতের পথ পেয়েছে। শুদ্ধ-সুন্দর, সফল জীবন লাভ করেছে। এই বাস্তবতা থেকেই একজন ফার্সি কবি বলেছেন, ‘ভালো মানুষের সোহবতে তুমিও ভালো মানুষে পরিণত হবে। পক্ষান্তরে মন্দ লোকের সোহবতে তুমিও মন্দ স্বভাবের হবে।’
পীর ছাহেব কেবলা আরও বলেন- এখন নবীজি (সা.) পৃথিবীতে উপস্থিত নেই। কিন্তু তার উত্তরসূরি হিসেবে নেককার বুজুর্গ হক্কানী আওলিয়ায়ে কেরামগণ ও আলেমগণ উপস্থিত আছেন। রাসুল (সা.) বলেছেন, ‘উম্মতের হক্কানী ওলামায়ে কেরামগণ আমার উত্তরাধিকারী’। তাই বর্তমানে দ্বীনি বিষয়ে হক্কানী আলেমদের দিকনির্দেশনা ও সোহবত গ্রহণ করা বাঞ্ছনীয়। তা হলে আমাদের যাপিত জীবন সুন্দর, সুখী, সমৃদ্ধ হবে এবং পরকালীন জীবনে চূড়ান্ত সফলতা আসবে ইনশাআল্লাহ।
গতকাল বুধবার রাজধানী ঢাকার ডেমরাস্থ দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা ময়দানে ছারছীনা দরবার শরীফের মরহুম পীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহ.)-এর ঈছালে ছাওয়াব ও নেছারিয়া হিফজখানার ৫৩ জন হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষ্যে ওয়াজ ও দুআর মাহফিলে হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।
শুভেচ্ছা বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ আ. খ. ম. আবুবকর সিদ্দীক বলেন- দারুন্নাজাত মাদ্রাসা সূচনালগ্ন থেকেই ছারছীনা দরবার শরীফের আদর্শে পরিচালিত। কোন দলীয় রাজনীতির প্রভাবে এ প্রতিষ্ঠান পরিচালিত হয়না। আল্লাহর খাছ রহমত ও আওলিয়ায়ে কেরামদের চোখের পানির ফসল এ প্রতিষ্ঠান।
আরবী প্রভাষক মাওঃ মোঃ মোয়াজ্জেম হোসাইন সিদ্দিকীর সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের গদ্দীনশীন পীর ছাহেব কেবলা আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হোসাইন (মা.জি.আ.) ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন।
মাহফিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাজেমে আ’লা ড. সৈয়্যেদ মুহাঃ শরাফত আলী, ঢাকা বিশ^বিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন, ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন আফসারী, পীর ছাহেব হুজুরের সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে হযরত পীর ছাহেব কেবলা মাহফিলের আখেরী মুনাজাত পরিচালনা করেন।